বাংলাদেশ সময়ের পরিক্রমায় অর্থনৈতিক অগ্রগতির এক নতুন দিগন্তে প্রবেশ করছে। সত্তরের দশকের শেষে জাতির ক্রান্তিকালে যাত্রা শুরু করা উন্নয়নধারার ধারাবাহিকতায় দেশ আজ ৪৫৬ বিলিয়ন ডলারের অর্থনীতির ভিত্তিতে দাঁড়িয়ে। এই অগ্রগতির পেছনে রয়েছে অর্থনীতিতে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ।
১৯৭৭-৭৮ অর্থবছরে বাংলাদেশ ৭.৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছিল, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিল। কৃষি খাতের উন্নয়ন, খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা সম্প্রসারণ, কৃষিকে রপ্তানিমুখীকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার সে সময়ের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল।
তবে রাজনৈতিক পট পরিবর্তন ও ধারাবাহিকতার অভাবে সেই অর্জনের গতি থেমে যায়। এর ফলে দেশে দীর্ঘদিন ধরে একটি মেরুকৃত অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব এখনো বিদ্যমান।
বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ব্যাংকিং খাত চরম সঙ্কটে রয়েছে। প্রায় ৪ লাখ কোটি টাকার মন্দ ঋণ, তারল্য ঘাটতি, দুর্নীতিগ্রস্ত পরিচালনা পর্ষদ ও রাজনৈতিক প্রভাবের কারণে খাতটি অস্থির হয়ে উঠেছে। এই সংকটের সমাধান না হলে অর্থনীতিকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও ব্যাংকার তারিক আফজাল বলেন, "বাংলাদেশ ব্যাংকের কিছু অপরিপক্ব সিদ্ধান্ত, আইনের সংস্কারহীনতা এবং জবাবদিহিতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয় অনিবার্য।"
তবে আশার আলোও রয়েছে। বৈশ্বিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়ানো, মুক্তবাজার অর্থনীতির চর্চা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংকিং খাতে সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, “সুশাসনের অভাব ও রাজনৈতিক কোন্দল দেশের অর্থনৈতিক ধারাবাহিকতার প্রধান অন্তরায়। গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।”
ঋণ খেলাপিদের দ্রুত বিচার, অর্থঋণ মামলার নিষ্পত্তি এবং আইনগত কাঠামোর শক্তিশালীকরণ দেশের অর্থনৈতিক অধিকার সংরক্ষণের পথকে সুগম করবে বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি বলেন, “সবার উপরে বাংলাদেশ—এই মন্ত্র হৃদয়ে ধারণ করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
সকলের মঙ্গল কামনা, সবার উপরে দেশ।
—তারিক আফজাল
কারের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :