নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আখতার জাহান সাথী।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে অত্র উপজেলায় যোগদান করেন তিনি। কুমিল্লা জেলার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী সাথী এর আগে নাটোর সদরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
৩৫ তম ব্যাচের বিসিএস ক্যাডার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিলো সিলেটের সুনামগঞ্জ জেলায়। এরপর চাঁদপুরের আরডিসি ও এলএও হিসেবে দায়িত্ব পালন। পরবর্তীতে লক্ষীপুরের রায়পুর ও নোয়াখালী’র সোনাইমুড়ী উপজেলায় এসিল্যান্ড হিসেবে কর্মকর্ত ছিলেন বলে জানিয়েছেন। বৈষম্যহীন মান্দা গড়তে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তিনি।
কারের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :