ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ভালুকায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কালের সমাজ | এস.এম জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ ব্যুরো জুলাই ১৬, ২০২৫, ০৪:২৯ পিএম ভালুকায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীল করে তোলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের উদ্যোগে ভালুকা নতুন বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান- প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে পুর্নরায় দলীয় কার্যালয়ে মিলিত হয়।

 

পরে এক প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ‍‍`র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এতে আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য এবং পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির কর্নধার আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ বলেন, নির্বাচনকে বানঞ্চাল করার লক্ষে একটি মহল আগামীর দেশ নায়ক তারেক রহমানসহ গণমানুষের প্রিয়দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলেও বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, আজকে তারা কোথায়। কাজেই ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে না তাই তিনি ষড়যন্ত্রের পথ পরিহার করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান।

 

বিএনপির তরুন এই রাজনীতিবিদ ওই সময় দলীয় নেতা কর্মীদের সব সময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!