ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

প্রাইম ব্যাংক-এর সাথে সিক্রেট রেসিপি ও ফেয়ার ইলেকট্রনিক্স-এর চুক্তি স্বাক্ষর

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১৩, ২০২৫, ০৭:০৫ পিএম প্রাইম ব্যাংক-এর সাথে সিক্রেট রেসিপি ও ফেয়ার ইলেকট্রনিক্স-এর চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি সিক্রেট রেসিপি ও ফেয়ার ইলেকট্রনিক্স-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান চুক্তিতে স্বাক্ষর করে।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন থেকে সিক্রেট রেসিপির সব আউটলেটে বিশেষ অফার বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারবেন। পাশাপাশি, দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্স আউটলেটে হাইসেন্স ব্র্যান্ডের পণ্যে আকর্ষণীয় অফার উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা।

চুক্তিটি স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ফেয়ার গ্রুপ-এর হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দার তানভীর ফয়সাল; ফেয়ার গ্রুপ-এর হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর এবং পেপারনি লিমিটেড-এর হেড অব বিজনেস কে.এস.এম. মহিতুল বারী।

এই চুক্তি প্রায়োরিটি গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানে প্রইম ব্যাংকের প্রতিশ্রুতির পতিফলন, যা তাদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতা বাড়াবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!