ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

এনবিআরের আন্দোলনে দাপ্তরিক কাজে বাধা: আরো ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ০৫:৫৯ পিএম এনবিআরের আন্দোলনে দাপ্তরিক কাজে বাধা: আরো ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আরো চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) জারি করা আদেশে তাদের বরখাস্ত করা হয়। আদেশে স্বাক্ষর করেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান।

আদেশে বলা হয়, গত ১২ মে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করার পর এর বিরোধিতায় এনবিআরের কিছু কর্মকর্তা আন্দোলনে জড়িয়ে পড়েন। আন্দোলনের অংশ হিসেবে অফিসের কাজে বাধা দেওয়া এবং সহকর্মীদের কাজ বন্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—

  • সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু

  • মোংলা কাস্টমস হাউস, খুলনার অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান

  • চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির

  • খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম

রাজস্ব অধ্যাদেশ জারির পর থেকেই আন্দোলনে নেমেছিলেন এনবিআরের কর্মকর্তারা। আন্দোলনের ধারাবাহিকতায় ধাপে ধাপে বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!