চলতি আগস্টের প্রথম ১৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪২৪ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ১৩৪ মিলিয়ন ডলার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯০২ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৭ মিলিয়ন ডলার।
এর আগে গত অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন ডলার। এর মধ্যে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে ৪৭৩ কোটি ডলার।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব, যেখান থেকে এসেছে ৪২৬ কোটি ডলার। তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে পাঠানো হয়েছে ৪১৬ কোটি ডলার।
এছাড়া রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :