ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

মার্কেন্টাইল ব্যাংক ও আরডিএ’র যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ০৬:৩৫ পিএম মার্কেন্টাইল ব্যাংক ও আরডিএ’র যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ), বগুড়ার যৌথ উদ্যোগে রবিবার (১৭ আগস্ট ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. ওয়ালী উল্লাহ। সেমিনারে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন।

সেমিনারে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর তহবিলের আওতায় গ্রামীণ চর ও হাওর অঞ্চলের মানুষকে বজ্রপাত থেকে সুরক্ষায় আরডিএ ১০টি বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপন করেছে। টাওয়ারগুলোর কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসিম কুমার সাহা, এসইভিপি মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অব এগ্রিকালচার ক্রেডিট ডিভিশন মো. জিল্লুর রহমান। এছাড়া আরডিএ’র পরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক, সহকারী পরিচালক সিয়াম সালাউদ্দিন এবং প্রকল্প প্রকৌশলী মো. মুরাদ হোসেন শাহীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!