ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৩, ২০২৫, ১১:৩০ এএম সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২ জুলাই) রাতে এই অভিযান চালানো হয়।


ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্টের ঘটনাসহ একাধিক মামলার আসামি হিসেবে দুর্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়েছে।


রেজাউল করিম বলেন, "সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।"


এর আগে মমতাজ বেগম, ডা. মুরাদ হাসানসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও একই ধরনের মামলায় গ্রেপ্তারের খবর পাওয়া যায়।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!