ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া রাধামদন গোপাল মন্দিরের রথযাত্রা সম্পন্ন

কালের সমাজ | রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জুলাই ৫, ২০২৫, ০৬:২০ পিএম উল্টো রথযাত্রার মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া রাধামদন গোপাল মন্দিরের রথযাত্রা সম্পন্ন

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর ২টায় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।

 

বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রার প্রতিকৃতি নিয়ে রথটি যাত্রা শুরু করে। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই উল্টো রথযাত্রায় মন্দির প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ।

 

উৎসবের শুরুতে সকালে বাল্যভোগ, ভজন-কীর্তন ও ভোগ আরতির আয়োজন করা হয়। পরে রথটানার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রথযাত্রা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সনাতনী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

 

এদিকে রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই মন্দির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। চন্দ্রঘোনা থানার ওসির দিকনির্দেশনায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!