ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়ে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা চায় বিএনপি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০২৫, ০৭:৫৯ পিএম ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়ে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা চায় বিএনপি

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহ্বান জানিয়েছে বিএনপি।

রোববার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ আহ্বান জানান।

তিনি বলেন, “লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের আলোকে রমজানের আগে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের যে প্রতিশ্রুতি ও সম্মতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো। প্রয়োজনে এটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই পাঠানো যেতে পারে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা না পাবে, ততক্ষণ আলোচনার কোনো অর্থ হবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিলেও তা কমিশনের কাছে গুরুত্ব পাবে না যদি তা অফিসিয়ালি না জানানো হয়।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের অনুরোধপত্র ইসি পেলে তবেই তারা পদক্ষেপ নেবে। এ বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণার অপেক্ষায় রয়েছি। কয়েকজন রাজনীতিক জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে তা হতে পারে। তবে সেটি তখনই কার্যকর হবে, যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তা জানাবেন এবং নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!