ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৩০, ২০২৫, ১০:০৭ এএম রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের পর রাশিয়া, জাপান, তাইওয়ানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই রাশিয়ার কামচাটকা অঞ্চলে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। উপদ্বীপটির গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় বলেন, “এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। এরপর কিছুক্ষণের ব্যবধানে একই অঞ্চলের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়—একটি ছিল ৬.৯ মাত্রার, অপরটি ৬.৩ মাত্রার।

এদিকে, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হোক্কাইডোর উত্তরাঞ্চলে সকাল ১০টা থেকে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাইওয়ানও তাদের দক্ষিণ-পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, “বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে”, এবং উপকূলীয় কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস সতর্ক করে বলেছেন, “পরিস্থিতি গুরুতর, এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই যুক্তিসঙ্গত।”

উল্লেখ্য, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!