ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২২, ২০২৫, ১২:২৬ পিএম চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প

চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ড্রেক প্রণালীতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

 

ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ১৬ মিনিটে ঘটে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০.৮ কিলোমিটার গভীরে। তবে দেশটির ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে। দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি অবস্থিত এ প্রণালী প্রায় ৫০০ মাইল চওড়া এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত।

চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সেনাপ্রেড) ভূমিকম্পটিকে মধ্যম মাত্রার বলে বর্ণনা করেছে। অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করা হলেও দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের অঞ্চল মাগায়ানেসের জন্য কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

 


কালের সমাজ/এ.স/এ.জে

Side banner
Link copied!