ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

১৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম কমলো ৫,৩৪২ টাকা

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৩, ২০২৫, ০৭:৩০ পিএম ১৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম কমলো ৫,৩৪২ টাকা

মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমে গেছে স্বর্ণের দাম। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৫,৩৪২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২,৫৪৬ টাকা। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য আজ থেকেই কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দরপতনের কারণে দেশের বাজারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট – ১,৭২,৫৪৬ টাকা

  • ২১ ক্যারেট – ১,৬৪,৬৯৬ টাকা

  • ১৮ ক্যারেট – ১,৪১,১৬৯ টাকা

  • সনাতন পদ্ধতি – ১,১৬,৭৮০ টাকা

উল্লেখ্য, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২২ এপ্রিল স্বর্ণের দাম ভরিপ্রতি ৫,৩৪২ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ১,৭৭,৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য ছিল।

 

কালের সমাজ//আ.ট//এ.জে

Side banner