ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
গোপালগঞ্জে নদীগর্ভে

কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত পাকা সড়ক-ভাঙ্গন আতঙ্কে শতশত পরিবার

আজিজুর রহমান রনি,গোপালগঞ্জ মে ২, ২০২৫, ০৪:৪৪ পিএম কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত পাকা সড়ক-ভাঙ্গন আতঙ্কে শতশত পরিবার

গোপালগঞ্জে সরকারী কোটি কোটি টাকায় নির্মিত পাকা সড়ক নদীর তিব্র শ্রোতে ভেঙ্গে নদী গর্ভে পড়ে যাওয়ায় দশ গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষের চলাচলে নেমে এসেছে চরম দুভোর্গ ।

টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের সড়াবাড়ী চিথলীয়া সড়কটি শৈলদাহ নদীর তিব্র শ্রোতের কারনে গত (৩০ এপ্রিল) বুধবার বিকালে ভাঙ্গনের কবলে পড়ে অন্তত আড়াইশ ফুট সড়ক নদী গর্ভে ভেঙ্গে চলে যায়,, যার ফলে তারাইল, জামাই বাজর, মামার বাজার, সড়াবাড়ীসহ অন্ত দশ গ্রামের ত্রিশ হাজার মানুষের চলাচলে চরম দুভোর্গের সৃষ্টি হয়েছে,, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় ব্যাবস্থা নিতে পারছেনা স্থানীয় প্রশাসন । এছাড়া এরই মধ্যে একটি বাড়ী নদী গর্ভে বিলীন হওয়ায় ভাঙ্গন আতঙ্কে ঘরবাড়ী ছাড়তে শুরু করেছে অনেক পরিবার ঘরে থাকা মালামাল সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে অনেকেই।

টুঙ্গিপাড়ার শৈলদাহ নদীর তিব্র শ্রোতে এর আগেও নদীর পাড়ের বিভিন্ন অংশ ও ব্রিজে ভাঙ্গন দেখা দেয় । ব্রিজটি সংস্কার না হলেও নদী পাড়ের বিভিন্ন অংশে মেরামত এর কাজ করা হলেও সদ্য ভাঙ্গা এই সড়কের কাজ না করায় চরম ভোগান্তিতে পড়েছে দশ গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষ । এখন স্কুল কলেজ হাট বাজারে যেতে হচ্ছে অন্তত দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে যার ফলে চরম দুভোর্গে পড়তে হচ্ছে এসব এলাকার মানুষদের ।

অন্যদিকে নদী ভাঙ্গন দেখা দেওয়ায় আতঙ্কে ঘর বাড়ী থেকে মালামাল সরিয়ে অন্যত্র যেতে শুরু করেছে নদীর পাড়ে বসত করা শতশত পরিবার।জনদুর্ভোগ নিরশন করতে দ্রুত সড়কটি মেরামত ও নদী ভাঙ্গন প্রতিরোধ না করা গেলে নদী গর্ভে বিলিন হতে পারে শতশত পরিবার।দ্রুত সড়ক মেরামত ও নদী ভাঙ্গন রোধে সরকারের কাছে দাবী জানিয়েছেন স্থানীয়রা।

 ভাঙ্গন কবলিত সড়ক ও এলাকা পরিদর্শন করেছেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, নদী গর্ভে বিলিন হওয়া পরিবারের পাশে দাড়িয়েছেন তিনি তবে প্রয়োজনীয় অর্থ না থাকায় সড়ক মেরামত ও ভাঙ্গন রোধে এখনি কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছেনা বলে জানান তিনি । তিনি আরো জানান- সংশ্লিষ্ট দপ্তরসহ উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে প্রয়োজনীয় অর্থ পেলে দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করবে উপজেলা প্রশাসন ।

 

কালের সমাজ//গো .প্র//এ.জে

Side banner