ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১ ফিলিস্তিনির

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক মে ২, ২০২৫, ১১:৪৫ এএম গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের একদিনের হামলায় আরও অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার আক্রমণে এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৩০০ জন, আর মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে। এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।


গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে আহত হয়ে নতুন করে আরও ৭৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।


স্থানীয় পর্যবেক্ষক ও আল জাজিরার গাজা প্রতিনিধি ইসরায়েলি অবরোধকে বেসামরিক জনগণের “ইচ্ছাকৃত শ্বাসরোধ” হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, গাজায় হামলার লক্ষ্য ‘বন্দিদের মুক্তি’ নয় বরং “শত্রুদের ওপর বিজয় অর্জন”।


জাতিসংঘ জানিয়েছে, চলমান সহিংসতায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।


বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির চুক্তি কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে গত মার্চে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner