কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার (৩০ এপ্রিল) আলাদাভাবে দুই নেতার সঙ্গে এই ফোনালাপে রুবিও উত্তেজনা প্রশমনে সংযম ও পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, রুবিও ২২ এপ্রিল পহেলগামে সংঘটিত হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং হামলার তদন্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করে রুবিও বলেন, “এই পরিস্থিতিতে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং যৌথভাবে সন্ত্রাসবিরোধী উদ্যোগ প্রয়োজন।”
রুবিও বলেন,“আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে আছি, তবে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য পাকিস্তানের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখা জরুরি।”
পহেলগামে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনায় ভারতে ক্ষোভ ও কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়। পাকিস্তানের বিরুদ্ধে পরোক্ষভাবে অভিযোগ তোলার পাশাপাশি ভারত আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় উড়োজাহাজ নিষিদ্ধ করে।
এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক হস্তক্ষেপকে অঞ্চলটিতে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
কালের সামাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :