ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

বিজয় দিবসে চোখধাঁধানো এয়ার শো

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১৬, ২০২৫, ০২:৩৫ পিএম বিজয় দিবসে চোখধাঁধানো এয়ার শো

মহান বিজয় দিবস উপলক্ষে আকাশকে বর্ণিল করে তুলতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ‘এয়ার শো’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে শুরু হওয়া এই প্রদর্শনীতে আকাশজুড়ে চোখধাঁধানো কসরত দেখাচ্ছে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টার।

প্রদর্শনীতে অংশ নেওয়া একাধিক উড়োজাহাজ একসঙ্গে আকাশে উড়ে বিভিন্ন রঙ ছড়িয়ে দিচ্ছে, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করছে উচ্ছ্বাস। এ সময় হেলিকপ্টারগুলোতে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা উড়িয়ে নিতে দেখা যায়।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!