ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

১৩০০ মেয়ের মধ্যে বেছে নেওয়া হয় সারাকে!

বিনোদন ডেস্ক | ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৫৩ পিএম ১৩০০ মেয়ের মধ্যে বেছে নেওয়া হয় সারাকে!

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সমালোচনার শিকার হয়েছেন রণবীর সিং। তবে ক্রমশ ছবিতে তার ও সারা অর্জুনের রসায়ন পছন্দ করছেন দর্শক। একসময়ে শিশুশিল্পী হিসাবে কাজ করতেন এ অভিনেত্রী। ‘ধুরন্ধর’ ছবিতে কেন তাঁকেই বেছে নেয়া হল? জানালেন কাস্টিং পরিচালক মুকেশ ছাবড়া।

১৩০০ জন মেয়ের মধ্যে থেকে সারাকে বেছে নিয়েছিলেন মুকেশ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, আদিত্য ধরসহ আরো বহু পরিচালক আজকাল নতুনদের সঙ্গে কাজ করতে চাইছেন, যা আমার খুবই ভাল লাগছে। একটা নতুন জগৎ তৈরি করা হয়েছে ছবিতে। তাই একেবারে নতুন মুখ দরকার ছিল। যদিও ও শিশুশিল্পী হিসাবে কাজ করেছে কয়েকটি ছবিতে। কিন্তু তাও ও দর্শকের কাছে নতুনই। আর আমি সারার সঙ্গে বহু বছর ধরে কাজ করেছি। ও খুবই মিষ্টি মেয়ে। অডিশন দেয়ার সময়ে ওর মিষ্টি মুখের আড়ালে সুপ্ত প্রতিভা দেখতে পেয়েছিলাম। ও অসাধারণ অভিনেত্রী। ছবির দ্বিতীয় ভাগে সেটা আরও ভাল বোঝা যাবে। দর্শক চমকে যাবেন।

PICS: Dhurandhar actress Sara Arjun‍‍`s most stylish fashion moments |  Moneycontrol News

সারাকে ছবিতে নেয়ার সময়ে রণবীরের সঙ্গে তার ২০ বছরের ব্যবধান নিয়ে চিন্তা করেননি মুকেশ? উত্তরে তিনি বলেন, ছবি সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল আমার। গল্পটা হল, রণবীর এই মেয়েটিকে (সারার চরিত্র) ফাঁদে ফেলার চেষ্টা করছেন। তাই মেয়েটির বয়স ২০-২১ বছরের আশেপাশেই ভাবা হয়েছিল। যারা বয়সের ব্যবধান নিয়ে কথা বলছেন, তারা ছবির দ্বিতীয় ভাগে সব উত্তর পেয়ে যাবেন। চিত্রনাট্যের প্রয়োজনেই বয়সের এই ব্যবধান রাখা হয়েছে। সব কিছু তো বলে বোঝানো যায় না। ছবির চিত্রনাট্য পড়লে বিষয়টা ঠিকই মনে হবে।

Ranveer Singh and Sara Arjun‍‍`s 20-year age gap was required in Dhurandhar‍‍`,  says film‍‍`s casting director Mukesh Chhabra | Bollywood

উল্লেখ্য, ধুরন্ধর-এর দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!