শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে (জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ) এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী। সভার সঞ্চালনা করেন আরডিসি মোঃ রুবাইয়াত ফেরদৌস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি পিরোজপুরের সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ শহিদুল হক চান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান গাজী কামরুজ্জামান শুভ্র, জুলাই যোদ্ধা আফরোজা তুলি এবং ছাত্র প্রতিনিধি মরিয়ম ইশরাত মারিয়া।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান করে ন্যায়ভিত্তিক ও জ্ঞাননির্ভর রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই হতে পারে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
সভা শেষ হওয়ার পূর্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়ালের সঞ্চালনায় শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এবং তাঁদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে অঙ্গীকার পাঠ করা হয়। পরে সভাপতি আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :