অভিনেত্রী কুসুম শিকদার এক সময় বড় পর্দা ও ছোট পর্দায় নিয়মিত ছিলেন। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ কিংবা ‘শঙ্খচিল’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
সম্প্রতি প্রথম প্রেমসহ ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি। জীবনে প্রথম ভালোবাসা কতো বছর বয়সে এসেছিল? অভিনেত্রী বলেন, পুরোপুরি ভালোবাসা না, কিন্তু ভালোবাসার মতো একটা ব্যাপার, এটা এসেছিল ১৯৯৬ সালে। তখন আমি ক্লাস নাইনে পড়ি। সর্বশেষ কবে প্রেমে পড়েছেন? তিনি বলেন, না ওভাবে ঠিক প্রেম হয়নি।

অভিনয় করতে গিয়ে কোনো সহশিল্পীর প্রতি ক্ষণিকের ভালোলাগা তৈরি হয়েছে কিনা- জানতে চাইলে তিনি সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ, হয়েছে। আর এগুলো হয়। কারণ সেটে এতক্ষণ অর্থাৎ সকাল ৮টা থেকে রাত ১২টা-১টা প্রতিদিন টানা কাজ করলে এমন অনুভূতি হয়।

কখনো তাকে বিচ্ছেদের সুর ছুঁয়ে গেছে কিনা- জানতে চাইলে কুসুম বলেন, ছ্যাঁকা ঠিক না, তবে কমপ্লিট হয়নি। ওই যে বললাম প্রেম হবে হবে ভাব, কিন্তু পরে আর প্রেমই তো হয়ে ওঠেনি। কারণ আমার কাছে প্রেম কিংবা ভালোবাসা ৩৬০ ডিগ্রি হতে হবে। কিন্তু আমার তো ওটা ৯০ ডিগ্রি বা ১৮০ ডিগ্রি পর্যন্ত গেছে। এরপর আর যায়নি। সেক্ষেত্রে এটাকে আর বিচ্ছেদ বলা যায় না।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :