শুরু হয়েছে নতুন ছবি ‘অটবী’র শুটিং। যার অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার। একদিকে চলছে তার বিয়ের প্রস্তুতি। হয় ২৩শে জানুয়ারি, নয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেবমাল্যর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। তার আগেই এমন একটি ছবির খবর মধুমিতা ভক্তদের চমকে দিয়েছে।
অন্যদিকে, সৌমাভ বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘অটবী’র অন্যতম প্রধান চরিত্রে তিনি। যার শুটিং চলছে। এই ছবির গল্প দানা বেঁধেছে দুই বোনকে কেন্দ্র করে। বোনের ভূমিকায় মধুমিতা আর বোনের চরিত্রে ইনায়া চৌধুরী।
নিখোঁজ বোনকে খুঁজে পাওয়ার প্রয়াস বোনকে টেনে নিয়ে যাবে এক অভিশপ্ত জঙ্গলে। তারপর মধুমিতার সঙ্গে কী কী ঘটবে, তা নিয়েই ছবির গল্প। মধুমিতা এই ছবিকে বিয়ের আগে তার জন্য বড় চমক হিসেবেই দেখছেন। ইতিমধ্যে ঝাড়গ্রামের শুটিং শেষ হয়েছে। বাকি পর্ব কলকাতায়।

ছবিতে সাহেব চট্টোপাধ্যায় রয়েছেন বাংলাদেশি রিপোর্টার শাকিবের চরিত্রে। রাহুল রয়েছেন জঙ্গলের গাইড শমীকের রোলে আর আরিয়ান ভৌমিককে পাওয়া যাবে বোন ডিম্পলের (মধুমিতা) স্বামীর ভূমিকায়। কাহিনীর শুরুতে দুই বোন ডিম্পল ও তানিয়া তাদের মা-বাবার ভয়ঙ্কর মৃত্যু দেখে চোখের সামনে।

এই আঘাত দুই বোনের বন্ধন শক্ত করে। গল্প অন্য দিকে মোড় নেয়, যখন ঝাড়গ্রাম স্টেশনে ডিম্পল ফোনে জানতে পারে তার বোন তানিয়া নিখোঁজ। তাকে শেষবার দেখা গিয়েছিল জঙ্গলের একটি নিষিদ্ধ অঞ্চলে। স্থানীয় মানুষের কাছে যেটি আত্মহত্যার জায়গা হিসেবে পরিচিত। এরপর বোনের খোঁজে ডিম্পলের সঙ্গে ঘটনাক্রমে রিপোর্টার শাকিব এবং গাইড শমীকের আলাপ হয়। রহস্য, আতঙ্ক, বিভ্রম ইত্যাদির মুখোমুখি হয়ে ডিম্পল কী কী করে সে সব ছবিতে দেখার বিষয়।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :