ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

মেসির অনুষ্ঠানেও দিল্লির দূষণ নিয়ে প্রতিবাদ

কালের সমাজ ডেস্ক | ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৩৬ এএম মেসির অনুষ্ঠানেও দিল্লির দূষণ নিয়ে প্রতিবাদ

দিল্লিতে লিওনেল মেসির অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হলেও রাজধানী শহরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে প্রতিবাদ জানালো স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের একাংশ। ‘মেসি-মেসি’ স্লোগান হঠাৎ বদলে যায় ‘রেখা গুপ্ত হায় হায়’ স্লোগানে।

সোমবার বিকেলে মেসির অনুষ্ঠান ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানে তাকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। রেখা মাঠে পৌঁছোতেই স্লোগান ওঠে গ্যালারির একাংশে।

দিল্লির আপ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা অরবিন্দ কেজরীওয়ালের দলের নেতা সৌরভ ভরদ্বাজ সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কয়েক জন দর্শক ‘একিউআই-একিউআই’ বলে চিৎকার করছেন। আরও একটি ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর নামে হায় হায় স্লোগান দেওয়া হচ্ছে। আপের কটাক্ষ, দিল্লির জন্য এটা আন্তর্জাতিক মানের লজ্জা!

দূষণের জেরে এমনিতেই দিল্লিতে ধোঁয়াশার আস্তরণ রয়েছে। শীতের মৌসুমে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে।

এর আগে গত নভম্বর মাসে দিল্লির বায়ুদূষণের প্রতিবাদে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন দিল্লিবাসীদের একাংশ। যদিও গত ফেব্রুয়ারি মাসে আপকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় আসা বিজেপির বক্তব্য, ২৭ বছরের ‘ভুল’ সহজে ঠিক করা সম্ভব নয়। দিল্লির বায়ুদূষণের জন্য কংগ্রেস এবং আপ শিবিরের দিকেই আঙুল তুলেছে পদ্মশিবির।

মুখ্যমন্ত্রী রেখা সোমবারের ঘটনা নিয়ে মুখ খোলেননি। তবে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেছিলেন, বায়ুদূষণের সমস্যা নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই এটা চলছে।

Delhi Crowd Chants ‍‍`AQI, AQI‍‍` As CM Rekha Gupta Takes Stage At Messi Event  Amid Severe Pollution Crisis English Bombay Samachar

তার পরেই বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, আপনারা আগে কেন প্রতিবাদ করেননি? আগের সরকার কী করেছিল? তিনি আরো বলেন, ২৭ বছরের সমস্যার সমাধান করতে অন্তত ২৭ মাস লাগবে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!