ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

মাস্কের প্রতি ইমরান খানের সাবেক স্ত্রীর আকুতি

কালের সমাজ ডেস্ক | ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৪৫ এএম মাস্কের  প্রতি ইমরান খানের সাবেক স্ত্রীর আকুতি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ শুক্রবার এক্সের মালিক ইলন মাস্কের কাছে প্রকাশ্যে একটি আবেদন জানিয়েছেন।

তার অভিযোগ, ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে জেমিমা যে পোস্টগুলো করছেন, সেগুলো প্ল্যাটফর্মটিতে দমিয়ে রাখা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে পৌঁছাতে দেয়া হচ্ছে না।

জেমিমা বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে যেভাবে আচরণ করছে এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে দেয়া আপডেটগুলো ‘জনগণের কাছে পৌঁছায় না।

তিনি ইলন মাস্ককে অনুরোধ করেন, তার অ্যাকাউন্টে যে ‘ভিজিবিলিটি ফিল্টারিং’ বা দৃশ্যমানতা কমিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি মনে করছেন, তা যেন ঠিক করা হয়।

এক্স-এ দেয়া পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, তার দুই ছেলেকে তাদের বাবার সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেয়া হচ্ছে না।

তিনি দাবি করেন, ইমরান খানকে গত ২২ মাস ধরে ‘অবৈধভাবে’ একাকী কারাবন্দি করে রাখা হয়েছে। তার ভাষায়, এক্সই এখন ‘একমাত্র জায়গা’, যেখানে তিনি বিশ্ববাসীকে জানাতে পারেন যে পিটিআই নেতা ইমরান খান একজন ‘রাজনৈতিক বন্দি’। তিনি মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত।

তবে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার পোস্টগুলোর পৌঁছানোর ক্ষমতা প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে।

তিনি লিখেছেন, আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন- ‘কথা বলার স্বাধীনতা, কিন্তু কেউ শুনবে না’ এমন কিছুর নয়। এক্সে জেমিমার পোস্টের অংশবিশেষ ছিল এমন- ‘হ্যাশট্যাগ ইলন মাস্কের কাছে একটি ব্যক্তিগত আবেদন- 
আমার দুই ছেলেকে তাদের বাবা ইমরান খানের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেয়া হয়নি। ইমরান খানকে ২২ মাস ধরে একাকী কারাবন্দি করে রাখা হয়েছে, যা জাতিসংঘের মতে অবৈধ।এক্সই এখন একমাত্র জায়গা, যেখানে আমরা বিশ্বকে বলতে পারি যে তিনি একজন রাজনৈতিক বন্দি...’।

জেমিমা এর আগেও অভিযোগ করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ তার ছেলেদের বাবার সঙ্গে কথা বলতে বাধা দিচ্ছে এবং এমনকি তারা দেশে গেলে গ্রেপ্তারের হুমকিও দেয়া হয়েছে। এ সপ্তাহে ইমরান খানের বোন আলিমা খানও তার ভাইয়ের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আট মাস ধরে আমরা এখানে আসছি। প্রতি মঙ্গলবার আমরা এসে বসি। আমাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। তাকে নির্যাতন করা হচ্ছে। তাকে বেআইনিভাবে একাকী আটকে রাখা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে এই নির্যাতন বন্ধ করা উচিত।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!