ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

যুবভারতীকাণ্ডে শুভশ্রীকে কটাক্ষ, প্রশাসনের দ্বারস্থ রাজ

বিনোদন ডেস্ক | ডিসেম্বর ১৫, ২০২৫, ০২:২৭ পিএম যুবভারতীকাণ্ডে শুভশ্রীকে কটাক্ষ, প্রশাসনের দ্বারস্থ রাজ

লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার খেসারত দিচ্ছেন ওপার বাংলার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পরিচালক-প্রযোজক স্বামী রাজ চক্রবর্তী জানিয়েছেন, শনিবার থেকে হেনস্থার শিকার তার অভিনেত্রী স্ত্রী। রোববার তাই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজের বলেন, শুভশ্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তাই প্রশাসনের কাছে গেলাম। লিখিত অভিযোগ জানিয়েছি টিটাগড় থানায়। কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, সেটা এখন প্রকাশ্যে আনতে পারব না। তা হলে প্রশাসনের তদন্তে অসুবিধা হবে।

No photo description available.

ক্ষোভ উগরে দেন প্রযোজক-পরিচালক। সাফ বলেছিলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিকে ঘিরে যা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারকা ফুটবলারকে দেখতে পারেননি, তাদের প্রতিও আমার সমবেদনা রয়েছে। কিন্তু যারা ঘরে বসে বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করছেন, সোশাল মিডিয়ায় ঘৃণা ছড়াচ্ছেন এবং আমার স্ত্রীকে ব্যক্তি আক্রমণ করছেন, তাদের প্রতি আমার রাগ, বিরক্তি।

এই প্রসঙ্গে তিনি আরো বলেন, কিছু রাজনৈতিক নেতা সরাসরি বলেছেন, শুভশ্রী অভিনেত্রী। ওর মাঠে যাওয়ার কী দরকার ছিল! এভাবে কাউকে বোধহয় বলা যায় না। তিনি বিশ্বকাপ দেখলে আমিও তো তাকে বলতে পারি, উনি রাজনীতিবিদ। বিশ্বকাপ দেখার কী দরকার? আমি কিন্তু এভাবে বলব না।

Power couple and director-actor duo Raj Chakraborty and Subhashree Ganguly  on ‍‍`Shontaan‍‍`

শাসকদলের বিধায়কের দাবি, রাজনৈতিক মহলের উস্কানিতেই শুভশ্রীকে এভাবে হেনস্থা করা হচ্ছে। এটা খুব ভালই বুঝতে পারছেন তিনি। সেই জন্যই থানায় গিয়েছেন, জানিয়েছেন রাজ। পরিচালকের বক্তব্য, শুভশ্রী মেয়ে না হলে হয়তো এত হেনস্থার শিকার হতেন না। যে কারণে শাহরুখ কম কটাক্ষের শিকার।

তার দাবি, একা শুভশ্রী নন, তার বদলে টলিউডের অন্য কোনও নায়িকা থাকলে তার সঙ্গেও একই ঘটনা ঘটত, এ ভাবেই হেনস্থা করা হত তার।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!