ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

নেপালে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন এ জিহাদুর রহমান

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:১৩ পিএম নেপালে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন এ জিহাদুর রহমান

গ্লোবাল ট্যুরিজম মানবসম্প্রীতি ও সাংবাদিকতায় অবদান রাখায় নেপালে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এ জিহাদুর রহমান জিহাদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নেপালের কাঠমুন্ডু’র থামেলে হোটেল ইয়াছিন অডিটোরিয়ামে নেপাল - বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি ‘র অভিষেক অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার দেয়া হয়।

এছাড়া আরও কয়েকজন গুনীজনকে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়- তারা হলেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা, পান -সুপারির ফাউন্ডার চেয়ারম্যান কনা রেজা, হোটেল মোহনা ইন্টারন্যাশনাল, কুয়কাটা -এর ম্যানেজিং ডিরেক্টর শারমিন আক্তার, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নান, নেপাল প্রবাসী ব্যবসায়ী হোটেল ইয়াছিন এর কর্নধার মো. ইয়াছিন খান, নেপালে হোটেল লুনা কাঠমুন্ডুর কর্নধার মো. নুরুল ইসলাম বাবু মিয়া ও মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালের কান্ট্রি ম্যানেজার মো. বাবুল আখতার, নেপালের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও হোটেল লড এর কর্ণধার ভুপেন্দ্র শামসের কুনওয়ার, বিশিষ্ট সাংবাদিক ও নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির মহাসচিব সালাম মাহমুদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ- ট্রাব এর সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান। আড়ম্বড়পূর্ণ এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মো. বাবুল আখতার মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্প ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নের ওপর জোর দেন।

আড়ম্বড়পূর্ণ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেপাল -বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির সভাপতি মো. ইয়াছিন খান। এসময় তিনি সংগঠনের উন্নয়নের জন্য সম্প্রীতির গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে নেপালের ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পুরস্কার পাওয়া মো. নুরুল ইসলাম বাবু মিয়া বলেন, স্বীকৃতি পেয়ে আমরা বাংলাদেশি হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি। যার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে আসা তাঁদের।

কালের সমাজ/ওজি

Side banner
Link copied!