রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সবুজবাগ থানার এসআই আজিজুল হক ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, টিপু মোল্লার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এছাড়াও ঘটনাস্থলে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে; যার মধ্যে একটিতে গাঁজা রয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, টিপু মোল্লা ওই ভবনের লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে গেছে বা দুষ্কৃতকারীরা নিচে ফেলে দিয়ে হত্যা করেছে।
আজিজুল হক ভূঁইয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালের সমাজ/ওজি


আপনার মতামত লিখুন :