বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২৬ অর্থবছরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার কাইলানী হাওরের ফসলরক্ষা বাঁধের ১৩ নম্বর প্রকল্পে অ্যাক্সেভেটর দিয়ে মাটি কেটে লড়ি দিয়ে মাটি বাঁধে ফেলে বাঁধ মেরামত ও সংস্কার কাজ শুরু করা হয়েছে।
প্রধান অতিথি পিআইসি কাজের উদ্বোধন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া,পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো.নুরে আলম, মধ্যনগর থানার এএসআই আশরাফুল ইসলাম, সাংবাদিক সালেহ আহমেদ, সাংবাদিক আতাউর রহমান,আল আমিন, সোলেমানপুর মসজিদের ইমাম বিলাল হোসেন, হাওর ও নদী রক্ষা আন্দোলনের মধ্যনগর কমিটির সদস্য সচিব আসরাফ উদ্দিন হিল্লোল, পিআইসির সভাপতি সেলিম তালুকদার, সদস্য সচিব আব্দুস সালাম, কৃষক ধীরেন্দ্র রায়, আব্দুল হালিম প্রমুখ।
কালের সমাজ/ওজি


আপনার মতামত লিখুন :