ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
শরিফ ওসমান হাদিকে গুলি

মামলা ডিবিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১৫, ২০২৫, ০৩:৪৯ পিএম মামলা ডিবিতে হস্তান্তর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘পল্টন থানায় দায়েরকৃত মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত এই বিভাগ পরিচালনা করবে।’

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, ‘গত শনিবার রাতে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়। মামলায় একজন আসামি করা হয়েছে এবং তদন্ত চলছে।

ওসমান হাদিকে গুলি করার ঘটনা নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল ও আসামিদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালের সমাজ/ওজি

 

Side banner
Link copied!