ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

কয়রায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি,খুলনা | সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৭ পিএম কয়রায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনার কয়রায় জায়গা-জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নারানপুর গ্রামের বাসিন্দা মো. গফফার গাজী। তিনি সৈলুদ্দীন গাজীর পুত্র।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, তাদের নিজস্ব এসএ খতিয়ান নং-৯৫, হাল খতিয়ান নং-৩৫৫ এবং এসএ দাগ নং-৩৫, ২৮৮, ২৫৫ ও ২৫৭-এর মধ্যে মোট ১.০৮ একরের জমি রয়েছে। এর মধ্যে প্রায় ০.৪৪ একর জমি দীর্ঘদিন ধরে একই গ্রামের আওয়ামী লীগ নেতা ও বাগালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য বনিউল সরদার এবং তার ভাই রবিউল সরদার জোরপূর্বক দখল করে রেখেছেন।

গফফার গাজী অভিযোগ করেন, জমি ফেরত চাইলে ইউপি সদস্য বনিউল ও তার ভাই বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও দখলকৃত জমি ফেরত পেতে সহযোগিতা কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বনিউল সরদার সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!