নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, ছোট মুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও সাধারণ দর্শকবৃন্দ।
চলতি বছরের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা ইভেন্টে অংশ নেন। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হয়েছিল।
খেলা পরিচালনায় অংশ নেন মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক নয়ন কুমার চৌধুরী, কুসুম্বা দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক, ভালাইন এস এফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল, বড় বেলালদহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক তোফাজ্জল হোসেন, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হুদা, রেবা আখতার আলিম মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলাম, দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, গাড়িক্ষেত্র ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন, নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান, গাইহানা কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান, চকগোপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম ও সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তফের আলীর সোনার।
সপ্তাহব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় আটটি পৃথক ভেন্যুতে মোট ৬৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ৮টি প্রতিষ্ঠান থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্বাচন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়া জরুরি। ভালো খেলোয়াড়রা দেশের জন্য সুনাম বয়ে আনে। যুবসমাজকে মাদকমুক্ত ও সু-স্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলা করা উচিত।”
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :