নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হাসপাতাল চত্বরে উপজেলা বাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে আত্রাইবাসী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আসাদুল্লাহ আল গালি, ইসলামী আন্দোলনের নেতা আখতারুজ্জামান, জামায়াত নেতা ওসমান গণি, আবু শাহিন, মো. রায়হান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বকালীন সময়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি দেখা গেছে। তারা অবিলম্বে ডা. রোকসানা হ্যাপির অপসারণ এবং বিচারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সমগ্র উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :