ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করা হয়।
হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর জন্য নির্ধারিত মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করেছে।
পরিকল্পনা অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হাদিকে বহন করে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমানমুখী করা হবে।
কালের সমাজ/এ.জে


আপনার মতামত লিখুন :