চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে।
এদিকে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে আজ বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :