ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (১৪ মে) দুপুর ১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে ইবি ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, আনোয়ার পারভেজ, রোকন উদ্দিন, মনিরুল ইসলামসহ আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন, নুর উদ্দিন, সাক্ষর, উল্লাস হোসেন, রোকোনুজ্জামান এবং অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা “জ্বালো জ্বালো আগুন জ্বালো”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই”, “খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই”—এমন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “গতকাল শুধু সাম্যকেই হত্যা করা হয়নি, বরং এটি ছিল ৫ আগস্ট-পরবর্তী সময়ের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। বর্তমান সরকার আবারও ফ্যাসিবাদের রূপ ধারণ করে ক্ষমতায় চেপে বসছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে, আমরা আবারও রাজপথে নামবো।”
তিনি আরও বলেন, “ইবি প্রশাসনে এখনো পূর্বের অনিয়মে নিয়োগ পাওয়া ছাত্রলীগ সংশ্লিষ্টদের সরানো হয়নি। ফ্যাসিবাদের দোসররা এখনো বিশ্ববিদ্যালয়ে সক্রিয়। আমরা সাম্য হত্যার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানাই।”
সমাবেশে বক্তারা সাম্য হত্যার তীব্র নিন্দা জানান এবং সারাদেশব্যাপী ছাত্রদলের আন্দোলন জোরদারের হুশিয়ারি উচ্চারণ করেন।
কালের সমাজ//র.ন


আপনার মতামত লিখুন :