ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১, ২০২৫, ১২:৫৯ পিএম সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের

ঢাকা কলেজের স্বাতন্ত্র ও অস্তিত্ব রক্ষা এবং স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সায়েন্সল্যাব মোড়ের দিকে যান এবং অবরোধ কর্মসূচি শুরু করেন। মোড়ে এখন পর্যন্ত তারা অবস্থান করে স্লোগান দিচ্ছেন। এতে আশেপাশের পুরো এলাকার রাস্তাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ সময় তাদের ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙ্গিনায়, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, স্কুলিংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া সংশোধন করতে হবে। খসড়ার স্কুলিং মডেলের মাধ্যমে সাত কলেজকে বিলুপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এতে হুমকিতে পড়তে যাচ্ছে ঢাকা কলেজের অনার্স-মাস্টার্স। অস্তিত্ব সংকটে পড়বে ইন্টারমিডিয়েট।

তারা আরও বলেন, স্কুলিং মডেল সাত কলেজের অনুপযোগী-অযৌক্তিক। মডেল প্রণয়নে বেশিরভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। স্কুলিং মডেল কোনোভাবেই ঢাকা কলেজে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দাবি আদায়ে তারা যতদিন প্রয়োজন ততদিন রাজপথে আন্দোলন করার কথাও জানান।

এদিকে একই দাবিতে পুরান ঢাকার রায় সাহেব মোড় অবরোধ করেছে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ কারণে সকাল ১০টা থেকে পুরান ঢাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।


কালের সমাজ/এসআর

Side banner
Link copied!