ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ইরান-ইসরায়েল সংঘাত শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি

কালের সমাজ ডেস্ক | জুন ২৪, ২০২৫, ১২:৩৩ পিএম ইরান-ইসরায়েল সংঘাত শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি

প্রায় দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করলেও যুদ্ধবিরতির সময় ও শর্তাবলি নিয়ে কিছুটা অস্পষ্টতা এখনো বিরাজ করছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এটি ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর থেকে কার্যকর হবে। তার সময় অনুযায়ী, মঙ্গলবার (২৪ জুন) রাত ১২টা (ইস্টার্ন টাইম) থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। এ বিষয়ে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েল অধিকৃত অঞ্চলে চার ধাপে ইরানি হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়। অপরদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, যুদ্ধবিরতি এখন “বাস্তবায়নের ধাপে” রয়েছে।


ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট জানিয়েছে, যুদ্ধবিরতির কার্যকারিতা শুরু হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে দাবি করা হয়েছে, এই যুদ্ধবিরতি তেহরান কর্তৃক “শত্রুপক্ষের ওপর আরোপিত” হয়েছে। তবে সুনির্দিষ্ট সময় নিয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।


এদিকে, ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো বিবৃতি আসেনি, ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিসরে ধোঁয়াশা রয়ে গেছে।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!