ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের জামিন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৫, ০৪:৫৭ পিএম রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে তাকে জামিন প্রদান করেন।


এর আগে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময়ের জামিন প্রশ্নে রুল জারি করেন।


২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের এক সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনকে আসামি করা হয়। এরপর ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশের নেতৃত্ব দেন তিনি।


পরবর্তীতে ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যার একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত ২ জানুয়ারি জামিন আবেদন খারিজ করলে চিন্ময়ের আইনজীবী হাইকোর্টে জামিন আবেদন করেন। আজ সেই আবেদন মঞ্জুর হলো।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner