জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই সাবেক উপদেষ্টা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা আরও কয়েকজনসহ মোট ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০টার পর রাজধানীতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক প্রিজনভ্যানে করে তাদের একে একে হাজির করা হয়। শুনানি হবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট বিচারিক প্যানেলে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি, শাজাহান খান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আনিসুল হক, কামরুল ইসলাম, আমীর হোসেন আমু, গোলাম দস্তগীর গাজী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু। এছাড়া রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য সোলাইমান সেলিম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
কালের সমাজ//এ.স//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :