ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ৬, ২০২৫, ১১:২৬ এএম আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

রাজধানীর আগারগাঁও এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে ঘটে যাওয়া দুর্ঘটনার পর তাঁদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), ইভা (৬) ও মনিরা আক্তার (১৭)।

আহতদের সঙ্গে থাকা আরফান মিয়া জানান, ভোরের দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় ইসলামী ফাউন্ডেশনের পাশের ২০৪/এফ নম্বর বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি আরও জানান, দগ্ধদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আগারগাঁও থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাঁদের ড্রেসিং চলছে। এখনই তাঁদের দগ্ধ হওয়ার সুনির্দিষ্ট শতাংশ বলা সম্ভব নয়; কিছুক্ষণ পর এ বিষয়ে জানা যাবে।

 

কালের সমাজ/ এ.জে

Side banner
Link copied!