নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চেকপোস্টে তল্লাশির সময় একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলী আকবর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।
শুক্রবার (৯ মে) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (১০ মে) তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :