ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

আশুলিয়ার ভাদাইলে রূপায়ন আবাসনের মাঠ থেকে অস্ত্র উদ্ধার

কালের সমাজ | সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) মে ৮, ২০২৫, ০৫:১৭ পিএম আশুলিয়ার ভাদাইলে রূপায়ন আবাসনের মাঠ থেকে অস্ত্র উদ্ধার

ঢাকার আশুলিয়ার রূপায়ন আবাসন-১-এর মাঠের একটি বাউন্ডারির ভেতর থেকে ৫টি হাতবোমা, ২টি রামদা এবং একটি লেদ মেশিনে তৈরি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ মে ২০২৫ইং) দুপুরে স্থানীয়রা বাজারের ব্যাগের ভেতর কালো স্কুল ব্যাগে অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।

 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে বাউন্ডারির ভিতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় লেদ মেশিনে তৈরি একটি দেশীয় পিস্তল, দুটি রামদা ও ৫টি হাতবোমা। স্থানীয় বাসিন্দা বেলাল ও তার শ্বশুর খোকন জানান, প্রথমে তারা বাজারের ব্যাগের ভিতর কালো স্কুল ব্যাগে দা ও লাল কিছু সদৃশ দেখতে পান। পরে লাঠি দিয়ে সরিয়ে বুঝতে পারেন যে, সেগুলো হাতবোমা ও অস্ত্র। এরপর স্থানীয় পথচারীদের বিষয়টি জানালে, তাদের একজন পুলিশে খবর দেন। পুলিশ এসে সতর্কতার সাথে অস্ত্র ও বোমাগুলো উদ্ধার করেন।

 

এ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, কে বা কারা এগুলো রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এর কয়েকদিন আগে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ও র‍্যাব বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে, গ্রেফতারকৃতরা হলেন, ঘাড়কাটা জুয়েল ও মাসুদ।

 

এছাড়াও, এর আগে আশুলিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৫ জনের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আশুলিয়া থানার (এসআই) জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

কালের সমাজ/ সা.প./সাএ
 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!