গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে আটজন শিশু। চলমান সংঘাতে নিহতের সংখ্যা এখন ৫২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।
রবিবার (১১ মে) রাতের দিকে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় দুইজন মারা যান। একই এলাকায় পৃথক ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন আগের হামলায় আহত অবস্থায় মারা যান।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাবা-ছেলেকে লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে দুজনই নিহত হন। শহরের পশ্চিমাংশে আরেকটি আশ্রয় তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়। এছাড়া আল-মাওয়াসি ও আসদা এলাকায় পৃথক হামলায় আরও কয়েকজন প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকায় তীব্র গোলাবর্ষণ ও গুলির শব্দ শোনা গেছে। গাজার বিভিন্ন স্থানে বাড়িঘর, তাঁবু ও যানবাহন লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে।
একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় চারজন এবং গাজা শহরের আরেক জায়গায় আরও পাঁচজন নিহত হয়েছেন। আল-তুফাহ এলাকায় আবাসিক ভবন ধ্বংসের পাশাপাশি একটি মসজিদে হামলায় আহত হয়েছেন আরও দুজন।
এর আগে জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতির পর মার্চ মাসে ফের হামলা শুরু করে ইসরায়েল। সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতবিরোধ থেকেই নতুন করে এই সহিংসতা শুরু হয়।
কালের সমাজ//এ.স/এ.জে
আপনার মতামত লিখুন :