ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আশুলিয়া থেকে রুবেল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ!

কালের সমাজ | সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) মে ৭, ২০২৫, ০৩:৩২ পিএম আশুলিয়া থেকে রুবেল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ!

ঢাকার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন মন্ডলের ছোট ভাই রুবেল মন্ডল দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। বুধবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

 

বুধবার (৭ মে ২০২৫ইং) সকালে তাকে এলাকায় দেখা গেলেও কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি পুকুরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, পরে লোকজন আশুলিয়া থানা পুলিশে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

 

জানা গেছে, রুবেল মন্ডল একজন পোশাক শ্রমিক ছিলেন, অনেক দিন আগে থেকে তিনি ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাজ করেন।

 

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কি না, তা তদন্তাধীন। আশুলিয়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছেন পুলিশসহ গোয়েন্দা সংস্থা।

 

এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন গণমাধ্যমকে বলেন, আশুলিয়ায় এক যুবককে হত্যা করে লাশ পুকুরের পাশে ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা, পুলিশ অফিসার ঘটনাস্থলে আছেন লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কালের সমাজ সা.প./সাএ

 

 

Side banner