ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কালের সমাজ | জেলা প্রতিনিধি রাজবাড়ী মে ১১, ২০২৫, ১২:৩৩ পিএম রাজবাড়ীতে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে জমি দখল, মিথ্যা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের পাশে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারবর্গ এ কর্মসূচির আয়োজন করে।


মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় আব্দুর রাজ্জাক, জব্বার মণ্ডল, শাহাদাত হোসেন, মান্নান মোল্লা, আজগর মণ্ডল, জাকির মোল্লা, ফরিদ মোল্লা, হাজেরা বেগম, আব্দুল জব্বার ও মনোয়ারা বেগমসহ আরও অনেকে।


বক্তারা অভিযোগ করে বলেন, রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত কাজী আরাফাত হাসান জিসান দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষদের জমি জোরপূর্বক দখল করে সেখানে ইটভাটা নির্মাণ করেছেন। এই ইটভাটার ধোঁয়া ও ড্রাম ট্রাকের শব্দে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।


তারা আরও জানান, জিসান ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন এবং একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। সম্প্রতি একটি পুকুরে নিজে বিষ প্রয়োগ করে মাছ মেরে উল্টো ক্ষতিগ্রস্ত পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন বলেও অভিযোগ করেন তারা।


বক্তারা দ্রুত কাজী আরাফাত হাসান জিসানকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


কালের সমাজ//এসং//র.ন

Side banner