ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কয়রায় ঘূর্ণিঝড় মোকাবেলায় মাঠ মহড়া, উপকূলবাসীর ‘জীবন যুদ্ধ’

কালের সমাজ | এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি মে ১০, ২০২৫, ০৮:০১ পিএম কয়রায় ঘূর্ণিঝড় মোকাবেলায় মাঠ মহড়া, উপকূলবাসীর ‘জীবন যুদ্ধ’

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়া প্রদানের প্রস্তুতি বিষয়ক একটি ব্যতিক্রমধর্মী মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ মে) বিকেল ৪টায় কয়রা সদর ইউনিয়নের মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘সাগর পাড়ের জীবন যুদ্ধ’ শিরোনামে এ মহড়ার আয়োজন করে উন্নয়ন সংস্থা উত্তরণ, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) আর্থিক সহায়তায় এবং খুলনার নাট্যসংগঠন ‍‍`অদিতি‍‍`র পরিবেশনায়।


মহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালে করণীয়, উদ্ধার কার্যক্রম ও দুর্যোগ-পরবর্তী সামাজিক সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয় নাট্যরূপে। এতে প্রায় ১ হাজার মানুষ উপস্থিত ছিলেন।


আলোচনা পর্বে বক্তব্য দেন অধ্যাপক আ. ব. ম. আব্দুল মালেক, প্রেসক্লাবের সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সিপিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন উন্নয়নকর্মী ও সাংবাদিকরা।


বক্তারা বলেন, এ ধরনের মহড়া উপকূলীয় জনগণের সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।


কালের সমাজ//এসং//র.ন

Side banner