ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামে আজ রোববার (৪ মে) দুপুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তন্ময় খান (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তন্ময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাইসাইকেল চালিয়ে বাড়ির পাশে অবস্থিত একটি সেচপাম্পে গোসল করতে যায়। সাইকেলটি সেচপাম্প ঘেঁষা একটি বাঁশের সাথে ঠেস দিয়ে দাঁড় করিয়ে সে গোসলে নামে। এসময় পাম্পের বৈদ্যুতিক মিটারের ছেঁড়া সংযোগ তার ছেঁড়া অবস্থায় ছিল, যা তন্ময়ের ভেজা শরীরে লেগে যায়। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এলাকাবাসী জানান, সেচপাম্পটির বৈদ্যুতিক সংযোগ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তন্ময়ের বাবা লিটন খান গত বছর স্ট্রোকজনিত কারণে মারা যান। ছেলেটিই ছিল মায়ের একমাত্র ভরসা। হঠাৎ করে একমাত্র ছেলেকেও হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তন্ময়ের পরিবার।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হারুন অর রশিদ বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :