ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গাজীপুরে ঝুট গুদামের আগুন ছড়াল বসতবাড়িতে, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

কালের সমাজ মে ৩, ২০২৫, ০৪:০৩ পিএম গাজীপুরে ঝুট গুদামের আগুন ছড়াল বসতবাড়িতে, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের একটি বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে।


কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও চারটি ইউনিট যোগ দিয়ে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


ফায়ার সার্ভিসের গাজীপুর অঞ্চলের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, "ঝুট গুদাম থেকেই আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বসতবাড়িতে। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তবে দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।"


তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং বহু কারখানা ও গুদামঘর রয়েছে, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি থেকে অনেকাংশে রক্ষা পাওয়া গেছে।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner