চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ তালিকাভুক্ত মাদক কারবারি জাকির (২৫) এবং শাকিল (২২) কে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩ মে) ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাকির (২৫) এবং শাকিল (২২)`কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি আরো বলেন সমাজে এসব অপকর্ম প্রশ্রয় দেওয়া যাবে না, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :