ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২৫, ০৬:১১ পিএম সাতক্ষীরায় ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর উপর আলোকপাত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভোক্তা-অধিকার আইন, ভেজাল খাদ্য ও পণ্য চিহ্নিত করার উপায়, ন্যায্য দামে পণ্য ক্রয় করার কৌশল এবং কোনো প্রকার প্রতারণার শিকার হলে প্রমানক সংরক্ষণ ও অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সেমিনারের শেষাংশে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা ও বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী লিফলেট, বুকলেট, ভিজিটিং কার্ড, পেন, পেন্সিল ও স্কেল সরবরাহ করা হয়।
উক্ত সেমিনার ও কুইজ পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

 

কালের সমাজ//সা.প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!