ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল শুনানি মঙ্গলবার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২৫, ১২:৪৬ পিএম ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল শুনানি মঙ্গলবার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানি মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত হবে।


রোববার (৪ মে) আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত থাকলেও সময় দিয়ে আদালত পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।


গত ১২ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার রায় “অবৈধভাবে” দেওয়া হয়েছে, যা আইনসঙ্গত নয়।


২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। আহত হন দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ঘটনায় ২০১৮ সালে বিচারিক আদালত বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।


হাইকোর্টের খালাসাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তারা মঙ্গলবার শুনানিতে অংশ নেবেন বলে জানা গেছে।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner